হাজীগঞ্জ

করোনা প্রতিরোধে হাজীগঞ্জ সবুজ সংঘের ব্যতিক্রমী উদ্যোগ

নোবেল করোনা প্রতিরোধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাজীগঞ্জ সবুজ সংঘের মাধ্যমে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যতিক্রমী উদ্যোগ গুলোর মধ্যে হলো-গত তিনদিন ধরে হাজীগঞ্জ পৌরসভার ৪টি স্পটে সাধারণ জনগণের জন্য হ্যান্ডওয়াশ এর ব্যবস্থা (হাজীগঞ্জ বিশ্বরোড,গাউছিয়া হাইওয়ের সম্মুখে, বন্ধুফার্মেসীর সম্মুখে ও হাজীগ সবুজ সংঘ ভবনের সম্মুখে), তিনদিন ধরে উপজেলার সর্বত্রই করানো প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের ব্যবস্থা, এছাড়াও ১৫শ মাস্ক, ৫ হাজার লিফলেট বিতরণ করেন এই সামাজিক সংগঠন সবুজ সংঘ কর্তৃপক্ষ।

হাজীগঞ্জ সবুজ সংঘের সভাপতি খায়রুল কবির আবাদ করোনা প্রতিরোধের লক্ষ্যে জরুরী সভা করে এই উদ্যোগগুলো গ্রহণ করেন।

সংঘের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ স্বপন বলেন, সবুজ সংঘের সদস্য ঢাকা প্রবাসী আবদুস সাত্তারের আর্থিক সহযোগিতা ও সবুজ সংঘের তহবিল থেকে অর্থ ব্যয় করে করানো প্রতিরোধে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ক্রমান্বয়ে সংঘের উদ্যোগে জনসচেতনতা বাড়াতে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, হাজীগঞ্জ সবুজ সংঘের সহ-সভাপতি মুজিবুল হক মঞ্জুসহ কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন সদস্য বৃন্দ এই উদ্যোগকে সফল করতে পরিশ্রম করে যাচ্ছেন।

উল্লেখ,হাজীগঞ্জ সবুজ সংঘ ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।বর্তমানে এই সংগঠনে দুই শতাধিক সদস্য রয়েছে।

স্পেশাল করেসপন্ডেট,২৫ মার্চ ২০২০

Share