হতে পারে ছোট কোন টুর্নামেন্টের অপরিচিত কোন খেলোয়াড়। কিন্তু ক্রিশ্চিয়ানো গ্যালানো হয়ে গেলেন ফুটবল ইতিহাসের অংশ।
সিরি বি’র দল ভিসেঞ্জাতে খেলেন গ্যালানো। গত মঙ্গলবার সিরি বি টুর্নামেন্টে ভিরটাস এনটেলা ও ভিসেঞ্জা দলের মধ্যকার ম্যাচে এই ইতিহাস রচিত হয়। সাধারণত ফুটবল ম্যাচে নেতিবাচক আচরণের জন্য প্রাথমিকভাবে হলুদ কার্ড ও চূড়ান্ত ভাবে ম্যাচ থেকে বের করে দেওয়ার জন্য লাল কার্ড ব্যবহার করা হয়।
কিন্তু ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মাঠে সততা প্রদর্শনের জন্য সবুজ কার্ড দেখানো হলো। ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ সম্প্রতি এই সবুজ কার্ডের প্রচলন করেছে। তাদের মতে, এর ফলে মাঠে খেলোয়াড়দের নেতিবাচক আচরণ কমে যাবে।
ম্যাচে কর্নার পেয়েছিল ভিসেঞ্জা। কিন্তু ওই সময় স্ট্রাইকার গ্যালানো রেফারি মার্কো মেইনারদির কাছে গিয়ে স্বীকার করেন, বল মাঠের বাইরে যাওয়ার আগে এনটেলার কোনো খেলোয়াড়ের পা ছুঁয়ে যায়নি, বরং তারই পা ছুঁয়ে গিয়েছিল। এই সততার স্বীকৃতি দিতেই গ্যালানোকে সবুজ কার্ড দেখান রেফারি মার্কো।
সততার পুরস্কার শুধু সবুজ কার্ডেই নয়। ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, সবচেয়ে বেশি সবুজ কার্ড দেখা ফুটবলারকে মৌসুম শেষে একটি ফেয়ার প্লে ট্রফি দেওয়া হবে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০৫ পি,এম ১১ অক্টোবর ২০১৬,মঙ্গলবার
ইব্রাহীম জুয়েল