সবাইকে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে : অ্যাড. সলিম উল্যাহ সেলিম
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ চাঁদপুর পৌর বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্য রাখেন, দেশটা আমাদের সকলের, তাই রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এবছর দূর্গাপূজাটা একটু চ্যালেঞ্জিং। তাই আমাদের সকলকে চোখ ও কান খোলা রাখতে হবে। আওয়ামী ও কিছু ধর্ম ব্যবসায়ীরা দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনা হিন্দুস্থানে বসে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়াও ধর্ম ব্যবসায়ী ইসলামী দলগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছে। হিন্দুসম্প্রদায় পক্ষ থেকেও নাশকতা সৃষ্টি হতে পারে। বিএনপির পক্ষ থেকে দূর্গাপূজা বিষয়ে কঠিন নির্দেশনা দিয়েছেন। সবাইকে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে। পৌর বিএনপির পক্ষ থেকে প্রতিটি মন্ডপ ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, দূর্গাপূজা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার জন্য ৩ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মনিটরিং কমিটিতে রয়েছে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ ও সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী। যে কোন অনাকাঙ্ক্ষিত সমস্যা হলে সবাই তাদের সাথে যোগাযোগ করবেন।
চাঁদপুর পৌর বিএনপি সভাপতি মো. আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হীরা, পৌর যুবদলে আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপনসহ পৌর বিএনপির অধিনস্থ ১৫টি ওয়ার্ড বিএনপি সভাপতি/সাধারণ সম্পাদকরা।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আহসান উল্যাহ সেন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল কাদির বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমান হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. শাহালালাল শেখ, পৌর যুবদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ পৌর বিএনপির অধিনস্থ ১৫টি ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, জেলা বিএনপির পক্ষ থেকে বেশ কিছু সিধান্ত গ্রহণ করা হয়েছে। সিধান্তগুলো হলো- দূর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ৮ সদস্য বিশিষ্ট জেলা, ৩ সদস্য বিশিষ্ট পৌর ও সদর উপজেলা বিএনপির মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
জেলা মনিটরিং কমিটিতে রয়েছে সদর উপজেলার দায়িত্বে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মতলব দক্ষিন উপজেলার দায়িত্বে থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, মতলব উত্তর উপজেলার দায়িত্বে থাকবেন জেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, ফরিদগঞ্জ উপজেলার দায়িত্বে জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, কচুয়া উপজেলার দায়িত্বে জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, শাহরাস্তি উপজেলার দায়িত্বে জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মো. সেলিমুছ সালাম, হাজীগঞ্জ উপজেলার দায়িত্বে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাইমচর উপজেলার দায়িত্বে জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী।
চাঁদপুর পৌর এলাকায় মনিটরিং কমিটিতে রয়েছে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ ও সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী।
চাঁদপুর সদর উপজেলা এলাকায় মনিটরিং কমিটিতে রয়েছে সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর।
এছকড়াও দূর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ৪ দিনের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হবে। কন্ট্রোল রুমে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। কোন স্থানে কিছু হলে কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেওয়া হবে। পূজা মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূল স্থাপন করকে হবে। দূর্গা পূজা নিয়ে কোন অবহেলা করা যাবে না।
স্টাফ রিপোর্টার/ ২৩ সেপ্টেম্বর ২০২৫