Home / উপজেলা সংবাদ / কচুয়া / সবাইকে কাদিয়ে শেষ বিদায় নিলেন সাংবাদিক ফরহাদ চৌধুরী
সাংবাদিক

সবাইকে কাদিয়ে শেষ বিদায় নিলেন সাংবাদিক ফরহাদ চৌধুরী

কচুয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব উল্লাহ ফরহাদ চৌধুরী আর বেচেঁ নেই। তিনি সোমবার সকাল পৌনে ৭ টার দিকে কুমিল্লার পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার ভাই ও দুই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে জানাজা শেষে মরহুমের লাশ তার গোহট গ্রামের পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়। জানাজায় ইমামতি করেন মিরসরাই দরবার শরীফের পীর আলহাজ¦ মেজবাউল ইসলাম লতিফী।

মরহুম ফরহাদ চৌধুরীর জীবনী স্মৃতিচারণ করে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, মরহুমের ছোট ভাই হাবিব উল্লাহ চৌধুরী খালেদসহ আরো অনেকে।

সাংবাদিক ফরহাদ চৌধুরী কর্মজীবনে অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী ও সাহসী মানুষ ছিলেন। তার মৃত্যুতে কচুয়ার সাংবাদিক মহল ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ ডিসেম্বর ২০২৪