সবাইকে এক হয়ে রাজপথে নামতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১ মে সোমবার চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, একের পর এক এদেশে শ্রমিকদের প্রতি স্টিম রোলার চালানো হচ্ছে। আজকে শহিদ জিয়ার দল ক্ষমতায় থাকলে শ্রমিকরা ন্যায্য অধিকার পেত। যে কোন সময় নতুন কর্মসূচি আসতে পারে। মনে রাখতে হবে এই কর্মসূচি হবে আমাদের শেষ কর্মসূচি।

তিনি আরও বলেন, সবাইকে এক হয়ে রাজপথে নামতে হবে।আন্দোলনের জন্য রক্ত দিতে আমরা প্রস্তত। প্রথমে আমাদের খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ক্যাপাছিটি আইনের নামে লোটপাট করা হয়েছে। যতদিন জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিলো ততদিন  শ্রমিকরা ন্যায্য অধিকার পেয়েছে । আজকে সকলের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু সরকার শ্রমিকদের বেতন বাড়ায় নি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর  জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু,  সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, সেলিমউস সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান। 

চাঁদপুর জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক খলিল হাওলাদার,  প্রচার সম্পাদক আব্দুর রহমান বেপারী,  শ্রমিক দল নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু,  ফরিদগঞ্জ উপজেলা সভাপতি আজিম খান, চাঁদপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ আহমেদ মোস্তান প্রমূখ ।

এসময় শ্রমিকদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১ মে ২০২৩

Share