একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে একমাত্র সাংবাদিক হিসেবে মুহম্মদ শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এতে তার নির্বাচনী এলাকা ফরিদগঞ্জ, চাঁদপুরসহ সারা দেশের সাংবাদিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
১৯৭৩ সালের পরে এই প্রথম একজন পেশাদার সাংবাদিক জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
নির্বাচনের ফলাফলে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশীদ ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩০ হাজার ৭৯৯ ভোট।
শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান তার দলীয় নেতাকর্মী ও ফরিদগঞ্জবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, সাংবাদিক শফিকুর রহমান ২০০৮ সালেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। সেখানে তিনি সাবেক সাংসদ লায়ন হারুনুর রশিদের কাছে অল্পসংখ্যক ভোটে হেরে যান।
করেসপন্ডেন্ট
১ জানুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur