হাত দিয়ে হেঁটে যাওয়া এবং নিজের গায়ে আগুন লাগানোর বিষয়টি কি আপনার কাছে নতুন? এ দুটো ক্ষেত্রেই কিন্তু দুজন মানুষ গিনেস বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন।
জোসেফ টোয়েডলিং ভেঙেছেন দুটি রেকর্ড, একটি হলো দীর্ঘ সময় ধরে পুরো শরীর জ্বালিয়ে রাখা এবং অন্যটি হলো তাঁর জ্বলন্ত শরীর ওই একই দূরত্বে টেনে নিয়ে গেছে একটি গাড়ি।
হারনাম কৌর, সবচেয়ে কমবয়সী নারী হয়ে যার পূর্ণাঙ্গ দাড়ি রয়েছে- এটাও তাঁর রেকর্ড।
২৪ বছর বয়সী এই নারী পলিসিস্টিক ওভারি সিনড্রম রোগে আক্রান্ত, এ রোগের কারণে মুখে অতিরিক্ত চুল গজায়।
হাত দিয়ে সবচেয়ে দ্রুত হাঁটার রেকর্ড করেছেন ঝাং শুয়াং, তিনি হাত দিয়ে ১৬৪ ফুট বা ৫০ মিটার হেঁটেছেন। আর হাঁটার সময় পা উপরে থাকলেও পা দুটোর মাঝখানে ছিল একটি ফুটবল।
তবে লিজি নামের কুকুরটির সবচেয়ে লম্বা নারী কুকুরের রেকর্ড ভাঙতে খুব বেশি কিছু করতে হয়নি। এই কুকুরটি ৩.১৬ ফুট লম্বা।
আর এই হলো ক্যাসপা, নয় বছর বয়সী উট জাতীয় প্রাণী যেটাকে লামা বলা হয়।
তিন ফুট উচ্চতার একটি বাধা পার হতে পারে ক্যাসপাও গিনেস বুকে জায়গা করে নিয়েছে। (বিবিসি)
আরো বেশি জানতে তাকে নিয়ে আমাদের আগের প্রতিবেদনটি দেখুন…তরুণী হরমন কউরের মুখে পুরুষের মত দাড়ি
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ