কচুয়া উপজেলার ৪নং মডেল পালাখাল ইউনিয়নের সফিবাদ গ্রামে প্রতিষ্ঠিত ‘হিলফুল ফুজুল যুব সমাজকল্যাণ সংগঠনে’র নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সোমবার তরুণ সমাজসেবক মো. মামুনুর রশিদকে সভাপতি, মো. নাছির উদ্দিন মিয়াজীকে সাধারণ সম্পাদক ও মো. রাসেল শিকারীকে সাংগঠনিক সম্পাদক করে ৫৫সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মো. সোহাগ শিকারী, মো. হাছান মিয়াজী, মো. তারেক প্রধান, মো. সাইফুল মোল্লা, মো. রাহিম শিকারী, মো. মাহবুব মিয়াজী, মো. আব্দুল শুক্কুর, সিনিয়র সাধারন সম্পাদক মো. সাকিল শিকারী, যুগ্ন সাধারন সম্পাদক পদে মো. হাছান শিকারী, মো. আবু সাঈদ প্রধান, মো. সাহিব মিয়াজী, মো, রুবেল, মো. উসমান মিয়াজী, মো. রাসেল, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহাদাত প্রধান, উপদেষ্টা সম্পাদক মো. রিফাত মিয়াজী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফরহাদ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. অলি-উল্লাহ মিয়াজী, অর্থ সম্পাদক মো. বশির মিয়াজী, দপ্তর সম্পাদক মো. নাহিদ মোল্লা, প্রচার সম্পাদক মো. ইমরান মাহম্মুদ, ধর্ম বিষয়ক সম্পাদক কারী তাফাজ্জল মুন্সি, ক্যাশিয়ার ডা. মুক্তার হোসেন, সহ-ক্যাশিয়ার মো. জামাল মাষ্টার।
কমিটির সদস্যরা হচ্ছেন, মো. ফারুক মিয়াজী, মো. সজিব মিয়াজী, মো. জাকওয়ান প্রধান, মো. আবুল বাশার, মো. ফয়েজ প্রধান, মো. সাইফুল শিকারী, মো. সালাউদ্দিন শিকারী, মো. শাকিল, মো. আল আমিন, মো. আরিফ, মো. আঝহারুল প্রধান, মো. মক্তার সরকার, মো,. ফয়সাল শিকারী, মো. মেহেদী হাসান, মো. শাকিল, মো. সাব্বির শিকারী, মো. হাসিব মিয়াজী, মো. সাকিল, মো. ফরহাদ শিকারী, মো. রাকিব সরকার, মো. নাইম সরকার, মো. ইয়াছীন প্রধান, মো. নাজমুল মুন্সি, মো. শাহ পরান, মো. ফাহিম, মো. ইমন প্রধান, মো, ইমন হোসেন, মো. ফরহাদ হেসেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ সেপ্টেম্বর ২০২৪