যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কচুয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
৯ অক্টোবর রোববার উপজেলার সফিবাদ দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মুসলিম উম্মাহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে মোবারক র্যালি বের করা হয়। র্যালিটি উত্তর পালাখাল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় আলোচনা সভায় মিলিত হয়।
মোবারক র্যালিতে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ।
এসময় সফিবাদ দরবার শরীফের পরিচালক মুফতি মুহাম্মদ সোলায়মান বিন কাসেম,কাজী মাওলানা আব্দুল জলিল ভুঁইয়া,মাওলানা গাজী ওচমান ফারুকী,মাদ্রাসার মুদির জিসান শরীফ,মাওলানা আব্দুল কুদ্দুস, হাফেজ সাইফুল ইসলাম,আবুল কালাম,নুর মোহাম্মদ ভুঁইয়া,মাওলানা শরীফ হোসাইন,উত্তর কচুয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বিভিন্ন ওলামায়ে কেরাম ও মুসল্লিগন মোবারক র্যালিতে অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ অক্টোবর ২০২২