হাজীগঞ্জে নার্সারি ফলন করে সফলতার মুখ দেখছেন আব্দুর রহমান রুবেল গাজী।তিনি হাজীগঞ্জের ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গাজী বাড়ীর আমির গাজীর ছেলে।
চাঁদপুর-কুমিল্লা সড়কের খাটরা বিলওয়াইতে ২০ শতক জায়গা ভাড়া নিয়ে গাজী নার্সারি গড়ে তোলেন আব্দুর রহমান।
রাজনীতির পাশাপাশি নার্সারি পেশাকে আয়ের একমাত্র উৎস হিসেবে বেছে নিয়েছেন তিনি। বন্ধু ও স্বজনদের কাছ থেকে টাকা ধার দিয়ে ২০১৭ সালে গাজী নার্সারি নামে ছোট্ট পরিসরে কাজ শুরু করেন রুবেল।
প্রথমে কিছু বনজ ও ফলদ চারা দিয়ে তার নার্সারির যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে চলতে থাকে তার এ নার্সারি ব্যবসা। এক বন্ধুর পরামর্শে প্রশিক্ষণ নিয়ে নার্সারি করার আগ্রহ জন্মে তার। দেশের রাজশাহী, বগুড়া,বরিশালসসহ বিভিন্ন স্থান থেকে দেশি-বিদেশি বিভিন্ন জাতের চারা ও কলম সংগ্রহ করে তার এ নার্সারিতে।
মাত্র পাঁচ বছরেই এ নার্সারি ব্যবসায় সফলতার মুখ দেখতে পাওয়ায় এখন তিনি লাখপতি। বর্তমানে গাজী নার্সারিতে প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। তার এ নার্সারি ব্যবসার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক অনুপ্রাণিত হচ্ছেন এ কাজে।
আব্দুর রহমান রুবেল জানান, বর্তমানে তার প্রায় ২০ শতক জমিতে নার্সারি রয়েছে। এবছর বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা করেছেন। এর মধ্যে এবছর তিনি তার নার্সারিতে বিভিন্ন জাতের বনজ চারা ছাড়াও দেশি-বিদেশি জাতের আম, জাম, কাঠাল, পেয়ারা, বেদানা, কমলা, আমড়া, শরুফা, লেবু, জাম্বুরা, সফেদা, মাল্টা, বড়ই, কামরাঙ্গা, মিষ্টি তেতুল, চালতা, লিচু, বেল, লটকনসহ প্রায় দেড় শ জাতের চারা রয়েছে।
আমের জাতের মধ্যে হাঁড়িভাঙা, ল্যাঙড়া, আম্রুপালি, হিম সাগর, গুটি, ফজলি, গৌরমতি, কাঠিমণ, বারি-৪, বেনানা ম্যাঙ্গো সহ প্রায় ২৫টি জাতের চারা রয়েছে। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছও।
হাজীগঞ্জ বাজারসহ জেলার দূর দূরান্তের পাইকাররা এসে এখান থেকে চারা কিনে নিয়ে যান । দূরে অনলাইনের মাধ্যমে তিনি চারা বিক্রি করে থাকেন।
তিনি আরো জানান, চলতি মৌসুমে সুপারি, নারিকেল, আম ও মাল্টার চারা বিক্রি হচ্ছে। এবছর তিনি এখন পর্যন্ত সবমিলিয়ে ৩ লাখ টাকার বেশি চারা বিক্রি করেছেন। আরো প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার চারা চলতি মৌসুমে বিক্রি হবে বলে তিনি আশাবাদী।
তার এখানে বাবা আমির গাজীসহ ২/৩ জন লোক নিয়মিত কাজ করেন।
এদিকে আসছে বর্ষার শুরুতে মানুষ বাড়ীর আঙ্গিনা, বাগান, চাদের টবে গাছের চারা ক্রয়ের জন্য এখানে এসে ভিড় জমাতে দেখা যায়।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১১ এপ্রিল ২০২১