চাঁদপুর সদর

সফরমালী হাই স্কুল মাঠে দু’দিনব্যাপি ইসলামী সম্মেলন

চাঁদপুর সদরের উত্তরে স্কুল মাঠে বাহাদুরপুর পীর সাহেব কেবলার আগমন উপলক্ষে দু’ দিনব্যাপি ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
হবে । ২৩ ও ২৪ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার ও শুক্রবার সফরমালী হাই স্কুল মাঠে ওয়াজ ও দোয়ার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন পীরজাদা আলহাজ্ব মবিনউদ্দিন নওশীন মিয়া ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরজাদা আলহাজ্ব বিন ইয়ামিন,বাহাদুরপুর দরবার শরীফ।

প্রথম দিন বৃহস্পতিবার বেলা ৩ টা থেকে ওয়াজ করবেন আলহাজ্ব হযরত মাওলানা সালাউদ্দিন,উত্তর বাড্ডা,ঢাকা ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কাদেরিয়া জামে মসজিদের খতিব খিলগাঁও ঢাকার আলহাজ্ব হযরত মাও. মোহাম্মদ জাকারিয়া আলম ।

দ্বিতীয় দিন ওয়াজ করবেন হযরত মাও.মাহবুবুল হক নূরে বাংলা,চট্টগ্রাম ও হযরত মাওলানা হানজালা বাহাদুরপুর দরবার শরীফ ও হাফেজ মাও.মো.শরীফ চৌধুরী,খতিব,সফরমালী হাই স্কুল মসজিদ,চাঁদপুর ।

সিনিয়র করেসপন্ডেন্ট, ১৮ জানুয়ারি ২০২০

Share