চাঁদপুর

চাঁদপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পৌর টাউন হল মার্কেটের দ্বিতীয় তলায় শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ আমাদের একটি আনন্দের দিন। কারন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে ইউনেস্কো কতৃক স্বীকৃতী দেয়া রাষ্ট্রিয় ভাবে আনন্দ র‌্যালী করা হয়েছে। আজকের এই আনন্দের দিনে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ধোন করা হলো। জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়টি নতুন আঙিকে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। সেখানে নিজস্ব আঙিকে মানসম্মত একটি ভবন করা হবে। যে ভবনে জেলা আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের কক্ষের ব্যবস্থা রাখা হবে।

তিনি বলেন, রাজনীতির বাইরে কোনো কিছুই নেই। যেহুতো আমরা রাজনীতির সাথে জড়িত, সেহুতো আমরা যাকিছু বলি তাই রাজনীতির অংশ। এদেশের বহু প্রাপ্তি রাজনীতিক সীদ্ধান্তের ফলে অর্জিত হয়েছে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে বর্তমান সরকারের সময়ে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। দেশের সকল দিকে উন্নয়ন আজ দৃশ্যমান হচ্ছে। আর এসব কিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্য শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তা জননেত্রী শেখ হাসিনা পূরণ করছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, সাবেক উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপিকা শাহিন সুলতানা পেন্সি, জেলা মহিলা আওয়ামলীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক এম এ হাসান লিটন, জেলা ছাত্র লীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় নতুন করে ভবন নির্মাণ করা হবে। তাই আগের স্থাপনা সরিয়ে ফেলা হচ্ছে। তাই এমন অবস্থায় দলের কর্মকান্ড, সভা-মিটিং চালানোর জন্য অস্থায়ী ভিত্তিতে কালী বাড়ি টাউন হল মার্কেট এর ২য় তলায় নতুন অফিস উদ্বোধন করা হয়।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ১১ : ০৩ পিএম, ২৫ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Share