চাঁদপুর সদর

চাঁদপুর সফরমালী বিদ্যালয়ে জঙ্গি সন্ত্রাস মাদকবিরোধী সভা

চাঁদপুর সদরের সফরমালী উচ্চ বিদ্যালয়ে শনিবার (৩ সেপ্টম্বর) বেলা ১১ টায় জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সমাজবিরোধী কর্মকান্ডের প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.আবুল কাসেম।

সহকারী শিক্ষক আবদুল গনি’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ওয়ালি উল্লাহ অলি।

বিশেষ অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠাতা সদস্য মো.আবদুল আজিজ খান দুদু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘‘শুধু আইন করে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সমাজবিরোধী কর্মকান্ড প্রতিরোধ করা যাবে না। সকলের সহযোগিতায় ওই সব অপরাধ সমাজ থেকে উৎখাত করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আগামি দিনের জাতির কর্ণধার হবে। কেউ যদি মাদকাসক্ত হয়ে নিজকে শেষ করে দেয়-তাহলে আগামি দিনে কে ডিসি, এসপি, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী ও বড় বড় কর্মকর্তা হবে। তাই এ সবকে ঘৃণা করতে হবে। এ সবকে সবাই “না ’’ বলো।’

তিনি আরো বলেন, ‘তোমরা হয়তো শুনেছ ঢাকার গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি কর্মকান্ডের নারকীয় ঘটনার কথা। এ সব কাজ কতটা ঘৃণ্য। তাই তোমাদের সচেতন থাকতে হবে। তোমাদের আশ-পাশে কেউ মাদকাসক্ত হওয়ার কাজে লিপ্ত হলে শিক্ষক বা তোমাদের অভিভাবকদেরকে জানাবে।’

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান গাজী, সহকারী শিক্ষক মো. ইলিয়াছ মিয়া ও কল্যাণপুর ইউনিয়নের জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.ওমর ফারুক সুমন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share