চাঁদপুরের উত্তরে সফরমালী উবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ বার (২৬ মার্চ) উদযাপন করা হয়। সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.আবুল কাসেম ও পরিচালনায় ছিলেন সহকারী আবদুল গনি।
কর্মসূচির মধ্যে ছিলো : সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন।
সকাল সাড়ে ৯ টায় টায় মরহুম হারুন অর রশিদ খান অডিটোরিয়ামে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,চিত্রাংকন,দেশের গান, নাচ ও আকর্ষণীয় ক্যূইজ প্রতিযোগিতা।
আলোচনায় প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের বীর সেনানী আত্মঘাতী নৌ-কমান্ডো, প্রাক্তন ছাত্র ও শহিদ ইব্রাহিম বি,এ বিটি’র কনিষ্ঠপুত্র সামছুল কবীর দুলু ।
অবশেষে বিজয়ীদের পুরুষ্কৃত করা হয় ।
করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০১৯