সফরমালী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

চাঁদপুর সদরের উত্তরে সফরমালী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন গত ২১ মার্চ সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষক মো: আবুল কাসেমের সার্বিক তত্ত্ববধানে ৬ষ্ট হতে ১০ শ্রেণি পর্যন্ত ৭ জন প্রতিনিধি সরাসরি ভোটে নির্বাচিত হয়।

সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন, সহকারী শিক্ষক আবদুল গনি। প্রধান নির্বাচন কমিশন হিসেবে ১০ম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশন ৯ম শ্রেণির জেরিন আক্তার ও ৮ম শ্রেণির মজিবুর রহমান দায়িত্ব পালন করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ১০ শ্রেণির সাকেরা আক্তার, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন ৯ম শ্রেণির ছাত্রী মুন্নী ও লিমা আক্তার।

তুমুল প্রতিযোগীতাপূর্ণভাবে যারা নির্বাচিত হয়েছে তারা হলো- মাহফুজুর রহমান ১০ম, নুসরাত জাহান ১০ম, তানজিলা ৯ম, ইয়াছিন শুভ ৯ম, ফারজানা আক্তার ৭ম ও নূর মোহাম্মদ মাহী ৬ষ্ঠ শ্রেণি।

এ ৭ জন প্রতিনিধি ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে। ভোটার সংখ্যা ছিল ৫৮০ এবং ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

About The Author

আবদুল গনি 

: আপডেট ৪:১৪ এএম, ২৩ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ

Share