সফরমালী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

চাঁদপুর সদরের উত্তরে সফরমালী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন গত ২১ মার্চ সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষক মো: আবুল কাসেমের সার্বিক তত্ত্ববধানে ৬ষ্ট হতে ১০ শ্রেণি পর্যন্ত ৭ জন প্রতিনিধি সরাসরি ভোটে নির্বাচিত হয়।

সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন, সহকারী শিক্ষক আবদুল গনি। প্রধান নির্বাচন কমিশন হিসেবে ১০ম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশন ৯ম শ্রেণির জেরিন আক্তার ও ৮ম শ্রেণির মজিবুর রহমান দায়িত্ব পালন করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ১০ শ্রেণির সাকেরা আক্তার, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন ৯ম শ্রেণির ছাত্রী মুন্নী ও লিমা আক্তার।

তুমুল প্রতিযোগীতাপূর্ণভাবে যারা নির্বাচিত হয়েছে তারা হলো- মাহফুজুর রহমান ১০ম, নুসরাত জাহান ১০ম, তানজিলা ৯ম, ইয়াছিন শুভ ৯ম, ফারজানা আক্তার ৭ম ও নূর মোহাম্মদ মাহী ৬ষ্ঠ শ্রেণি।

এ ৭ জন প্রতিনিধি ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে। ভোটার সংখ্যা ছিল ৫৮০ এবং ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সফরমালী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনসফরমালী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

About The Author

আবদুল গনি 

: আপডেট ৪:১৪ এএম, ২৩ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ

Share