সফরমালীতে মিনিভার টিভিকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার কল‍্যাণপুর ইউনিয়নে মাদক বিরোধী মিনিভার টিভিকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সফরমালী উচ্চ বিদ‍্যালয় মাঠে সফরমালী একাদশ ক্লাব কর্তৃক আয়োজিত টুনামেন্টের উদ্বোধন করেন বিষ্ণুপুরি ইউনিয়ন বিএনপি কমিটির উপদেষ্টা গিয়াস উদ্দিন ভূঁইয়া।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্যে কল‍্যাণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলম খান বলেন, মাদক বর্তমান সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ক‍্যান্সার যেমন মানুষকে তিলে-তিলে মৃত্যুর দিকে নিয়ে যায়, তেমনি মাদক তরুণ ও যুব সমাজকে তীলে তীলে ধ্বংস করে দেয়। মাদকের হাত থেকে আমাদের সহপাঠী ও সমাজকে রক্ষা করবো।

তিনি আরো বলেন, আমাদের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া মাদকের বিরুদ্ধে এবং কিশোর গ‍্যাং এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তারা এসব অপরাধের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। তাই আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। তরুন ও যুব সমাজ নিয়মিত খেলাধুলা করবে। কারণ খেলাধুলা করলে মাদক থেকে দূরে থাকা যায়। মাদককে আমরা না বলবো।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কল‍্যাণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সফরমালী উচ্চ বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সদস্য ডা. হেলাল হোসেন, টুনামেন্ট আয়োজক কমিটির অন‍্যতম সদস্য রাকিব খান।

এসময় উপস্থিত ছিলেন মনির হোসেন হাওলাদার, মনির হোসেন ভূঁইয়া, মিলন হাওলাদার, ইকবাল ভূঁইয়া, মোরশেদ খান, আজিজ গাইন, আয়োজক কমিটির সদস্য মেহেদী হাসান হাওলাদার, জিসান আহমেদ খান, ফখরুল ইসলাম হাওলাদার, রাসেল গাজী, জাকির হোসেন, জুম্মন, সাদাফ, ওমর ফারুক।

সার্বিক সহযোগিতায় ছিলেন রাকিব ভূইঁয়া, পাবেল ভূঁইয়া, কামরুল ইসলাম সোহেল, সাহাদাত হোসেন বাবলু, আবু সুফিয়ান বেপারী, মাসুদ মৃধা, মেহেদী হাসান ভূঁঈয়াসহ আরো অনেকে।

উদ্বোধনী খেলায় ষোলঘর স্পোর্টিং ক্লাব এবং অগ্রযাত্রা স্পোর্টিং ক্লাবের খেলায় গোলশূন্য ড্র হয়।

স্টাফ করসপন্ডেট/ ২৩ আগস্ট ২০২৫