মতলব দক্ষিণ উপজলার পূর্ব বাইশপুর সরকারি প্রাথমিক বিদালয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান্নোনয়নের লক্ষ্যে রোববার (২০ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের উৎসাহমূলক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল বেপারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিজন সাহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জুফিকার আলী জনি, উপজেলা রিসোর্স ইন্সষ্ট্রাক্টর রাশেদা আতিক রোজী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোখলেছুর রহমান।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বকুল রাণী।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ ৩ : ০০ এএম, ২১ আগস্ট ২০১৭, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur