সপ্তরূপা নৃত্যশিক্ষালয় চাঁদপুরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, বাঙ্গালি জাতির যেমন হাজার বছরের ইতিহাস রয়েছে। তেমনি আছে তার সাহিত্য সংস্কৃতির বিরাট ঐতিহ্য এবং সমৃদ্ধির ভান্ডার। আমাদের দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিকেও বিশ্বের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে।
তিনি আরো বলেন, ‘সারাদেশের মধ্যে চাঁদপুরের অনিমা সেন নিজের দক্ষ ও মেধার মাধ্যমে নতুন নতুন শিল্পী তৈরি করছেন। সবার সহযোগিতা ছাড়া একটি প্রতিষ্ঠান ৩০বছর অতিক্রম করা সহজ নয়। অনিমা সেন সংগঠনটি কে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাতে অনেক বহুগুণী শিল্পী সৃষ্টি হবে। এ শিল্পীরাই আগামী দিনে দেশ বিদেশে চাঁদপুরের সুনাম বয়ে আনবে বলে আমি মনে করি।’
সংগঠনের সভাপতি জাফর ইকবাল মুন্নার সভাপতিত্বে ও সাংবাদিক কে এম মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন, পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিলকিস আজিজ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাহিত্য একাডেমীর মহা পরিচালক কাজী শাহাদাত, জেলা স্কাউটের কমিশনার অজয় ভৌমিক, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সদর উপজেলা বিষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান শামীম খান।
সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, জেলা স্কাউটের কমিশনার অজয় ভৌমিক, বিটিভির জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপিকা আজমলা বেগম, লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পরী মজুমদার, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জাহানারা বেগমের হাতে প্রধাণ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধণার ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করে কুমু, পাহাড়ী, অন্তু, অনুশ্রী, কথা, দেবশ্রী, মিলি, কান্তিকা, ইফতিদা, রাইসা, সাবা, সম্পূনা, পারভেল।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র হুমায়ন কবির খান, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ ওলি, চাঁদপুর ইনার হুইল ক্লাবের সভানেত্রী মাহমুদা খানম, সংগঠনের সাবেক সভাপতি জোসনা মজুমদারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের হিমাংশু সেন চৌধুরী, বিরেন সাহা, নিলুফা আক্তার, নাসিমা বেগম, শাহনাজ পারভিন, ফাতেমা আক্তার মনি, সম্পা সাহাসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে চিত্রাংঙ্কন, সাধারণ নৃত্য ও লোক নৃত্যের ৩টি গ্রুপে মোট ৩৩জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১: ৩৫ এএম, ১১ মার্চ ২০১৭, শনিবার
ডিএইচ