সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ শীর্ষক কর্মসূচি

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক গৃহীত “সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ” শীর্ষক কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী আজ মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে তাদের সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে। তাদের মধ্যে মোঃ মুজাহিদুল ইসলাম, ফাহিমা আক্তার, মাসুম বিল্লাহ ও নুরুন্নাহার নবনী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাইহানা রহমান ও ইমাম হাসান তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

“সমাজ পরিবর্তনে শিক্ষার্থী” এই নীতিবাক্যকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা থেকেই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন প্রতি বছর শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পাঠিয়ে থাকে উক্ত কর্মসূচিটি বাস্তবায়ন করার জন্য।

কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব নেপাল চন্দ্র দেবনাথ ও ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা জনাবা আলেয়া বেগম।

স্টাফ করেসপন্ডেট, ১৭ অক্টোবর ২০২৩

Share