সন্ত্রাস-চাঁদাবাজি-হত্যা ও মাদকের বিরুদ্ধে ফরিদগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ
সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ভয়াবহ মাদকের করাল গ্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষার দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “দেশে যেভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রকোপ বাড়ছে, তা রোধে প্রশাসনসহ সচেতন নাগরিকদের আরও কঠোর ও সক্রিয় হতে হবে।”
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্যসচিব আবু ইউসুফ চৌধুরী সাওন, পৌর ছাত্রদলের সদস্যসচিব আমজাদ হোসেন শিবলু ও উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল।
বিক্ষোভে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১২ জুলাই ২০২৫