আন্তর্জাতিক

‘সন্ত্রাসমূলক’ কর্মকাণ্ডের অভিযোগে সৌদিতে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

 

সৌদি আরবে ‘সন্ত্রাসমূলক’ কর্মকাণ্ডের অভিযোগে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক প্রেস রিলিজে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের তালিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সন্ত্রাসবাদের অভিযোগে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে সৌদি সরকারবিরোধী আন্দোলনকারী শিয়া ধর্মীয় নেতা নিমার আল-নিমার রয়েছেন। এ ছাড়া আল-কায়েদার সঙ্গে জড়িত ফারিস বিন শেইলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক || আপডেট: ০৪:২২ পিএম, ০২ জানুয়ারি ২০১৬, শনিবার

এমআরআর  

Share