সন্তোষপুর দরবার শরীফের প্রয়াত পীরের স্মরণে দোয়া

পীরে মোকাম্মেল, শাইখুল মাশায়েখ, মাহবুবে ছোবহানী, কুতুবে রাব্বানি, শামছুল আউলিয়া, ছিরাজুল আত্কিয়া, মুহিয়ে সুন্নাহ, শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহ:) এবং পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ বিন মোছলেহ উদ্দীন (রহঃ)’র ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্তোষপুর দরবার শরীফের নেছার মঞ্জিল আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে সন্তোষপুর দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ’র সভাপতিত্ব এ আয়োজন সম্পন্ন হয়।

প্রতিবছরের ন্যায় ধর্মপ্রাণ মুসলমানের অংশ গ্রহণে অনুষ্ঠিত মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, বাংলা ১৩৫৮ সনে আলহাজ্ব হযরত মাও.শাহ সূফি মোহাম্মদ মোছলেহ উদ্দীন (রহ.) উক্ত দরবার প্রতিষ্ঠা করেন। ছারছীনা দরবারের পীর আলহাজ্ব হযরত মাও.শাহ সূফি নেছার উদ্দিন আহম্মদ (রহ.) এর নির্দেশে সঠিক দ্বীনের আলো ছড়িয়ে দিতে এ দরবার প্রতিষ্ঠা করা হয়। দরবারটি প্রতিষ্ঠার পর থেকেই দেশ-বিদেশে সঠিক আকিদায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এ দরবারের দায়িত্বরত পীর মাশায়েখগণ।

ছারছীনা শরীফের কুতবুল আলম আল্লামা শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাও. নেছার উদ্দিন আহম্দ (রহ.) এর প্রধান খলিফা সন্তোষপুর দরবার শরীফের পীরে মোকাম্মল শাহ্ সূফী আলহজ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দিন (রহ.) এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফ কমপ্লেক্সে পীরে মোকাম্মল মোহাম্মদ বিন মোছলেহ্ উদ্দিন (রহ.) গত ২০১৪ সালের জুন মাসের ৬ তারিখে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত দরবারটির দায়িত্বপালন করেছিলেন তিনি।

সঠিক আকিদায় ধর্ম পালনে লাখো মানুষের পথ প্রদর্শক ও হাজারো আলেম ওলামা গড়ার কারিঘর এ মানুষঠি মৃত্যুর পর থেকেই প্রতি বছরের জুন মাসের ৬ তারিখে ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।

দোয়া মাহফিল শেষে প্রয়াত নর-নারীদের আত্মার শান্তি কামনা, বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সন্তোষপুর দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ।

প্রতিবেদক: শিমুল হাছান, ৭ জুন ২০২৪

Share