Saturday, June 13, 2015 10:10:15 PM
বিনোদন ডেস্ক:
মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী নাগ। তবে সন্তান জন্ম দেওয়ার আগেই অনুষ্ঠিত হলো ‘বেবি সাওয়ার’ পার্টি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই পার্টিতে উপস্থিত ছিলেন মম, নাদিয়া আহমেদ, বিজরি বরকতউল্লাহ, নওশীন, বাঁধন, ফারজানা চুমকি, দীপা খন্দকার, কল্যাণ, সকাল আহমেদ, তন্ময় তানসেনসহ আরো অনেকে।
এদিকে অভিনেত্রী মৌসুমী নাগ ও অভিনেতা শোয়েব পরিবারে সন্তান আসার খবরটি পুরনো হলেন আনুষ্ঠানিক ঘোষণা আসলো এই অনুষ্ঠানের মাধ্যমেই।
চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur