ডেস্ক:
বাবা হচ্ছেন সাকিব আল হাসান। এমনটা আগেই জানা ছিল, এবার তার আনুষ্ঠানিক ঘোষণাও আসলো। সাকিব আল হাসান নিজ মুখেই প্রথমবারের মতো প্রকাশ্যে জানালেন এই খুশির সংবাদ। জানালেন, তার ও শিশিরের ঘরে আসছে নতুন অতিথি।
‘ইনশাআল্লাহ, নভেম্বরে আসছে আমাদের প্রথম সন্তান।’’ বললেন সাকিব।
সব ঠিকঠাক থাকলে নভেম্বরে বাবা-মা হতে যাচ্ছেন তারা। এমনকি প্রথম সন্তানের নামও ঠিক করে রেখেছেন তারা। সময় আসলে সবাই জানতে পারবে বলে জানান সাকিব।
শনিবার রাতে সাকিব’স ডাইনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর সাথে সাথে এ সুখবরও দেন তিনি। সব বুঝে অভিজ্ঞতা সঞ্চয় করেই শুরু করছেন রেস্টুরেন্ট ব্যবসা। কিছুটা গুছিয়ে উঠেছেন বলেই ব্যবসাটা শুরু করলেন বলে জানান এই অলরাউন্ডার।
শিশির বললেন, ‘দেশের বাইরে থাকায় খুব একটা কিছু করা হয়নি। তবে বিদেশে থেকেও রেস্টুরেন্টের সাজ-সজ্জায় সাকিবকে সাহায্য করেছি।’ সূত্র : প্রিয়.কম
https://youtu.be/zNEux4F51GE
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur