চাঁদপুরের ফরিদগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা সুদৃঢ় করার লক্ষ্যে ‘আইফা মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন (আইফা)-এর কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং প্রোগ্রাম সমন্বয়কারী ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ-এর সম্পাদক কবি হাসান হাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি এবং শিক্ষকদের সম্মাননা প্রদান শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে শিক্ষকদের মর্যাদা আরও সুদৃঢ় করে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল বা শ্রেণিকক্ষে প্রথম হওয়াই চূড়ান্ত সাফল্য নয়। সন্তানদের বাস্তব জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দিতে হবে।
আমাদের দেশে শিক্ষিত ও মেধাবী মানুষের অভাব নেই, কিন্তু অনেক সময় ভালো মানুষের অভাব পরিলক্ষিত হয়। ভালো মানুষ কখনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত হয় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান বাবু, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ, আইফার উপদেষ্টা ও সাংবাদিক ফরিদ আহম্মদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানসহ শিক্ষা ও সাংবাদিকতা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত আইফা মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কঠোর ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মোট ১৪৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির জন্য নির্বাচিত করা হয়।
একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, শিক্ষার্থীবান্ধব পাঠদান, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ কার্যক্রম এবং সামগ্রিক গুণগত অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার ১৫ জন শিক্ষককে ‘শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
উল্লেখ্য, আইফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি) দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জে শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, শীতবস্ত্র বিতরণ, অসহায়দের ঈদ উপহার, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবাসহ নানামুখী মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন।
বিশিষ্ট অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ফরিদগঞ্জের শিক্ষাঙ্গনে একটি স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক আয়োজন হিসেবে বিবেচিত হয়। এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur