আন্তর্জাতিক

সন্তানকে প্রকাশ্যে স্তন্যদান করায় মাকে হত্যা

সন্তানকে প্রকাশ্যে স্তন্যদান করার অভিযোগ এক মাকে হত্যা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ার রাক্কা প্রদেশে গত সপ্তাহে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

সংবাদমাধ্যমটির কাছে এই মর্মান্তিক ঘটনার অন্তত দুজন প্রত্যক্ষদর্শী জানায়, একটি বাসের মধ্যে বোরকা পরা এক নারী সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন।

এ সময় বাস স্টপেজে তল্লাশিরত আইএস সদস্যদের চোখে পড়ে এই ঘটনা। এর কিছুক্ষণ পর আইএসের মহিলা পুলিশ আল-থানসা ব্রিগেডের দুই সদস্য ওই নারীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে।

মাত্র এক বছর আগেই ‘নারী অধিকার সংরক্ষণের’ জন্য আল-থানসা ব্রিগেড নামে নারীদের ওই সশস্ত্র সংগঠন তৈরি করেছিল আইএস। এই দলের উচ্চ পদে আছেন আইএসে যোগদানকারী ব্রিটিশ নারী আকসা মাহমুদ।

।। আপডেট : ০৪:০০ এএম, ০১ জানুয়ারি ২০১৫, শুক্রবার

ডিএইচ

Share