বিনোদন

আজান নিয়ে বিতর্কিত সনু নিগম

সনু নিগমকে জুতার মালা পড়ালে ১০ লাখ টাকা পুরস্কার !

আজান নিয়ে বিতর্কিত টুইট করে ব্যাপক তোপের মুখে পড়া ভারতীয় গায়ক সনু নিগমের বিরুদ্ধে এবার তোপ দাঁগলেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।

রাজ্য সংখ্যালঘু পরিষদের প্রবীণ এই নেতা গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, কেউ সনু নিগমের মাথা মুড়িয়ে ও তাঁর গলায় পুরনো ছেঁড়া জুতার মালা পরিয়ে ঘোরাতে পারলে, তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন তিনি।

বুধবার পশ্চিমবঙ্গের গণমাধ্যম এইসময়’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে কাদেরি বলেন, অন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারও নেই। সনু নিগম যা বলেছেন, তা জাতীয়তা বিরোধী।

‘মন্দির থেকে আসা ঘণ্টাধ্বনি নিয়েও কেউ যদি এমন মন্তব্য করেন, সেক্ষেত্রেও আমি একইরকম প্রতিক্রিয়া জানাব’-বলেন সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।

এরআগে গত ১৭ এপ্রিল সোমবার সকালে সনু নিগম এক টুইট বার্তায় লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন। তিনি আরও বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ।’ আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ ধর্ম বলেও উল্লেখ করেন সনু।

তার ওই টুইট বার্তার পর নিজে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সনু নিগম।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময়১১:৫৫ এ.এম, ১৯ এপ্রিল ২০১৭,বুধবার
ইব্রাহীম জুয়েল

Share