চাঁদপুরের কচুয়া উপজেলার কাঠাল বাগান-আশ্রাফপুর নতুন বাজার সড়কের আলহাজ্ব সেকান্দর আলী মডেল কিন্ডার গার্টেন সংলগ্ন ব্রিজটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় ফুটো ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
যে কোন সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে প্রাণহানীসহ যে ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী।
বুধবার (০৩ অক্টোবর) দুপুরে আশ্রাফপুর গ্রামের অধিবাসী মোঃ আব্দুল মান্নান জানান, গত ৩ বছর যাবৎ ব্রীজটি মারাত্বক অযতœ অবহেলার মধ্যদিয়ে রয়েছে। বিশেষ করে এ ব্রিজটি সংস্কার না করায় গত একমাস ধরে ব্রিজের উপরাংশে বিরাট আকারের ফুটো দেখা দেয়। আর এই ফুটোর উপর দিয়েই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও সাধারণ মানুষ যাতায়াত করছে। ব্রিজটি দ্রুত নির্মানের দাবী জানিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কমিউনিটি অর্গানাইজার (সিও) মোহাম্মদ সফিকুন নূর চাঁদপুর টাইমসকে জানান, ‘কিছু দিনের মধ্যে ব্রিজটি ভেঙ্গে নতুন ভাবে করা হবে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
০৩ অক্টোবর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur