চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট মুনীরা চৌধুরীর স্বামী জাকির হোসেন চৌধুরী শনিবার (২৭ মে) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)।
মুত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর, তিনি স্ত্রী ও দু’মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শনিবার বাদ মাগরীব মরহুমের নিজ বাড়ি চাঁদপুর পুরাণবাজার চৌধুরী বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে তাঁর মৃত্যুতে চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৬ : ০০ পিএম, ২৭ মে ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur