Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / সদর ইউএনওকে চাঁদপুর প্রেস ক্লাবের বার্ষিক ক্যালেন্ডার-ডায়েরী উপহার
সদর

সদর ইউএনওকে চাঁদপুর প্রেস ক্লাবের বার্ষিক ক্যালেন্ডার-ডায়েরী উপহার

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা’র সাথে শুভেচ্ছা বিনিময়, চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডার ও ডায়রী প্রদান করেন।

১৩জানুয়ারী (মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে সদর ইউএনও
এস এম এন জামিউল হিকমা’র হাতে চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডার ও ডায়রী তুলে দেন চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

এ সময় সদর ইউএনও প্রেসক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সাংবাদিকদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান জানান।

শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সমাজের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সু-সম্পর্ক বজায় থাকলে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

স্টাফ রির্পোটার/
১৩ জানুয়ারি ২০২৬