সদরঘাট থেকে ছিনতাইকারী সন্দেহে আটক ৩

রাজধানীর সদরঘাট এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আজ রোববার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

আটক তিনজন হলেন মো. শাহজালাল (২১), মো. রাজীব হোসেন (২২) ও মো. সজীব (২০)। তাঁদের কাছ থেকে তিনটি ছুরি ও চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে সদরঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ছুরির ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে সদরঘাট এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আটক ব্যক্তিরা মূলত সিটি করপোরেশনের নামে সদরঘাট এলাকা দিয়ে চলাচল করা রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে অবৈধভাবে চাঁদা সংগ্রহ করেন। তবে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

Share