সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

ঢাকার সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লঞ্চ চলাচলের উদ্দেশে ঘাট প্রস্তুত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত লঞ্চগুলো ছেড়ে যাবে।

এদিকে ঢাকার প্রধান নৌ টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে।

কোনো লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বোঝায় না করে সেদিকে খেয়াল রাখছে কতৃপক্ষ।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৩ জুন ২০২৪

Share