সত্যিকারার্থে দ্বীনি শিক্ষা কওমি মাদরাসাই দিয়ে থাকে: এহসানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বেগম খালেদা জিয়ার সরকার কওমি মাদরাসার প্রথম সার্টিফিকেটের ব্যবস্থা করেছিলেন। সে সময়ে আমি মামুনুল হকের পিতা আজিজুল হক সাহেবসহ আমার বাসায় মিটিং করে এ বিষয়ে প্রস্তুতি নিয়েছিলাম। সারা বাংলাদেশে কওমি মাদরাসা সম্প্রসারিত হোক এবং সত্যিকারার্থে দ্বীনি শিক্ষা কওমি মাদরাসাই দিয়ে থাকে।

তিনি বলেন, এই কওমি মাদরাসাকে ধ্বংস করার জন্য শাপলা চত্ত্বরে হেফাজতের উপর আক্রমণ করেছিল বিগত সরকার। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারটি করে দিলেন, কোথা থেকে আবাবিল পাখি এলো, আর দেশটাকে স্বাধীন করে দিয়ে গেলো। আজকে শুধু কচুয়ায় নয়, এই শীতে সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিল দেখছি, কিন্তু গত শীতে এতো মাহফিল দেখতে পাইনি।

বৃহস্পতিবার মাহফিলের প্রথম দিনে সন্ধায় চাঁদুপুরের কচুয়ায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসার মাহফিলে এসব বলেন তিনি।

এসময় তিনি ১৭ বছর পর উজানীর মাহফিলে অংশ নিলেন সে প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ২০০৭ সালের পরে আজকের ২০২৪ সালের এই দিনটি আমার জন্য এক ঐতিহাসিক দিন। আমি ১৯৯৫ সালে কচুয়ায় আসার পর উজানীর এমন কোনো মাহফিল ছিল না, আসিনি। কিন্তু ২০০৭ সালের পর আর আসতে পারিনি। এটা অত্যন্ত কষ্টের ব্যাপার ছিল।

নিজের রাজনীতির সূচণা কিভাবে শুরু করেছিলেন সে প্রসঙ্গ তুলে ধরে সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমি যখন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসি, তখন হজরত মোবারক করীম পীর সাহেব রহ. এর কাছে এসে প্রথম দোয়া চেয়ে এই কচুয়াতে রাজনীতি করি। তিনি আমাকে এতো বেশি আদর করতেন, আজকে এখানে এসে মনে পড়ছে উনার সেই কথাগুলো।

তিনি বলেন, এই মাদরাসা থেকে আমার রাজনীতি শুরু হয়েছিল, হজরত ক্বারী ইব্রাহীম সাহেব রহ. এর কবর জিয়ারত থেকেই কচুয়ায় জনগনের খেদমত করব এই প্রতিজ্ঞা নিয়ে বের হয়েছিলাম। ২০০১ সালে মন্ত্রী হয়েছিলাম। সারা বাংলাদেশে খেদমত করেছিলাম। বিগণ দিনের মত এই মাদরাসার খেদমত করে যাব ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, চাঁদপুরের কচুয়ার এই উজানী মাহফিল দেশের অন্যতম বৃহত্তম মাহফিল। মাহফিল কেন্দ্র করে সারা কচুয়ায় ঈদ উৎসব বিরাজ করে। এবছর ২৬ ও ২৭ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয় এবং শনিবার বাদ ফজর লাখো মুসল্লিদের উপস্থিতিতে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ ডিসেম্বর ২০২৪

Share