গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে রোববার ১০ নভেম্বর বিকেলে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ডাক দিয়েছে আওয়ামী লীগ। স্বৈরাচারের এ কর্মসূচি প্রতিহত করতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে না দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এমন অবস্থায় নগরবাসীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,বিনা অনুমতিতে জিরো পয়েন্ট এলাকায় কাউকে কর্মসূচি পালন করতে দেয়া হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘অবৈধ কার্যক্রম প্রতিহত করতে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন,তা এরই মধ্যে নেয়া হয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না।’
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার ১০ নভেম্বর সকালে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায়। পোস্টে আরো বলা হয়,শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’দাবিতে রোববার বিকেল ৩ টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করা হবে।
আওয়ামী লীগের এমন ঘোষণার পর একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি জানায়, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করবে তারা। শনিবার রাতে থেকেই জিরো পয়েন্টে সমাবেত হতে শুরু করে ছাত্র-জনতা। আওয়ামী লীগের কার্যালয়েরও সামনে ভিড় দেখা গেছে ।
এদিন সকালে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দেখা যায় সেখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
১০ নভেম্বর ২০২৪
এজি