সতর্ক দৃষ্টি রাখছে আওয়ামী লীগ

প্রতিবেশী দেশ পাকিস্তান ও সার্কভুক্ত শ্রীলঙ্কার অভ্যন্তরীণ রাজনীতিতে চলছে চরম অস্থিরতা। ইতোমধ্যে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্রিকেট তারকা ইমরান খান প্রধানমন্ত্রীর পদ খুইয়েছেন। সেখানে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। আর দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চলছে চরম অর্থনৈতিক সঙ্কট।

খাদ্য,জ্বালানি, বিদ্যুৎ ও জরুরি ওষুধসহ নানা সমস্যায় জর্জরিত দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এমপি-মন্ত্রীদের পদত্যাগের হিড়িক চলছে। রাজনৈতিকভাবেও একঘরে হয়ে পড়েছে দেশটির গোতাবায়া সরকার।

প্রতিবেশী এ দু’দেশের অভ্যন্তরীণ মেরুকরণের ঢেউ এদেশে আছড়ে পড়ার আশঙ্কাও করছেন রাজনৈতিক বোদ্ধাদের কেউ কেউ। তবে সরকারি দল আওয়ামী লীগ পাকিস্তান ও শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সতর্ক দৃষ্টি রাখছে। একই সাথে ‘কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব’নীতিতে অন্যদের সাথে কূটনৈতিক সম্পর্কও জোরদার করছে আওয়ামী লীগ সরকার।

দলীয় সূত্রে জানা গেছে,পাকিস্তান ও শ্রীলঙ্কার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অবনতির সাথে সাথে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা ইস্যুতে বিএনপি ও তার মিত্ররা মাঠ গরম করার চেষ্টা করছে।

দলটির নেতাদের মতে,দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কটের ইস্যুটি বড় করে দেখিয়ে বিরোধী শিবির এদেশের সাধারণ জনগণকে উসকানি দেয়ার অপচেষ্টা করছে। বিএনপি ও তার মিত্ররা যাতে বড় ধরনের বিক্ষোভ,মিছিল-সমাবেশ করে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

তারা যাতে মিছিল-সমাবেশ করে রাজনীতির মাঠ উত্তপ্ত করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারি দলের শীর্ষ নেতারা বলছেন,শ্রীলঙ্কায় দুর্বল অর্থনীতির কারণে সেখানে আর্থিক সঙ্কট তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ভিত অনেক মজবুত। অর্থনীতির সব সূচকে পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে এগিয়ে রয়েছে।

বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ এখনো ঝুঁকিসীমার অনেক নিচে রয়েছে। বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা তাতে শঙ্কার কিছু নেই। সব সূচকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ফলে বাংলাদেশের কখনোই শ্রীলঙ্কার মতো অবস্থা হবে না। দেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা হেয় করার শামিল। আর পাকিস্তান একটি আনপ্রেডিকটেবল দেশ। সেখানকার সরকার আজ অবধি তাদের মেয়াদ পর্যন্ত পূর্ণ করতে পারেনি। সে ক্ষেত্রে বাংলাদেশ আগের তুলনায় অনেক এগিয়ে গেছে।

১৫ এপ্রিল ২০২২
এজি

Share