সততা ও আন্তরিকতার সঙ্গে কাজগুলো সম্পূর্ণ করবেন : দীপু মনি

শরীফুল ইসলাম :

টিআর কর্মসূচির চেক ও দারিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে শনিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, ‘বর্তমান সরকারের আমলেই আপনারা ঠিকমতো সহযোগিতা পাচ্ছেন। সরকার আপনাকে যে টাকা দিচ্ছে তা আপানারা ভালো কাজে লাগাবেন। এই টাকা দিয়ে যে কাজই করুন না কেনো একটু ভেবেচিন্তে করবেন, কারণ সরকার আপনাকে সবসময় টাকা দেবে না। আমি আশা করি আপনারা এ টাকা দিয়ে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজগুলো সম্পূর্ণ করবেন।’

চেক ও দরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, ডা. দীপু মনি এমপির একান্ত সচিব শাহীনুর শাহীন খান, চাঁদপুর মডেল থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিনসহ দলীয় নেতা-কর্মী ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।

পরে ডা. দীপু মনি এমপি টিআর কর্মসূচির চেক ও দারিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৫:১১ অপরাহ্ন, ২৬ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ১১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share