বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী বলেছেন, মাস্টার প্ল্যান ছাড়া বড় কোনো কাজ হবে না। সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে উন্নয়ন কাজ করছে। চাঁদপুর দেশের অন্যদম একটি প্রাচীন শহর। এই শহরটি রক্ষায় আমাদেরকে অবশ্যই মাস্টার প্ল্যান হাতে নিতে হবে। যত দ্রুত সম্ভব চাঁদপুর-কুমিল্লা সড়ককে চারলেনে রূপান্তর করতে প্রকল্প হাতে নেয়া হবে।
৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা.দীপু মনি এমপি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শীতায় করোনার মহামারির এই দুর্যোগে অন্যান্য দেশের তুলনায় আমরা কিছুটা হলেও ভালো আছি। সারাদেশে করোনাকালীন সময়ে হসপিটাল, অক্সিজেন, টীকাসহ স্বাস্থ্য খাতে সরকারের ব্যাপক অর্থ ব্যয় করেছে। সরকার চাচ্ছে দেশের প্রত্যেকটি মানুষকে টিকার আওতায় নিয়ে এসে ঝুঁকি মুক্ত রাখতে।
শিক্ষামন্ত্রী বলেন,চাঁদপুরে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও সকল বিভাগীয় প্রশাসনের সাথে একটি সুন্দর সমন্বয় রয়েছে। এর সাথে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হলে চাঁদপুরে আরো ব্যাপক উন্নয়ন হবে।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নাসিম আক্তার, পুলিশ সুপার মিলন মাহমুদ, পুলিশ সুপার নৌ-পুলিশ কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রকিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত জামিল, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিস সিভিল স্টেশন কমান্ডার সাইদুল ইসলাম, পিপি রনজিত রায় চৌধুরী।
সভার শুরুতেই চাঁদপুরের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হক।
সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এসএম কিবরিয়া জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট সাদিক হোসেন, এনএসআই উপ-পরিচালক শাহ মোঃ আরমান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ সহ বিভাগীয় সকল কর্মকর্তাগণ।
প্রতিবেদকঃ আশিক বিন রহিম