Home / সারাদেশ / দেশে ১১ বছরে ৬০,৯৮০ সড়ক দুর্ঘটনায় নিহত ১,০৫,৩৩৮ জন
accident

দেশে ১১ বছরে ৬০,৯৮০ সড়ক দুর্ঘটনায় নিহত ১,০৫,৩৩৮ জন

সড়ক দুর্ঘটনায় প্রতিবছর দেশে অসংখ্য মানুষ মারা যায়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, ২০১৪ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ৬০ হাজার ৯৮০টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৫ হাজার ৩৩৮ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন।

সোমবার ২১ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি। গত ১১ বছরে পরিবহন খাতে ব্যাপক সড়ক দুর্ঘটনা ও বিশৃঙ্খলার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অব্যবস্থাপনাকে দায়ী করেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল হক চৌধুরী বলেন,‘আওয়ামী লীগের শাসনামলে গত এক দশকে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে চরম দুর্নীতি,বিশৃঙ্খলা,চাঁদাবাজি ও অব্যবস্থাপনা ছিল। বিশেষ করে ওবায়দুল কাদের মন্ত্রী থাকাকালে পরিবহন খাতে অরাজকতা, অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বহুগুণে বেড়েছে। ছাত্র ও গণবিক্ষোভের মুখে সরকার পরিবর্তনের পরও সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএর নীতিনির্ধারকরা বিগত সরকারের ফ্যাসিবাদী চর্চা অব্যাহত রেখেছেন।’

তিনি আরো বলেন, ‘যাত্রী ভাড়া কমানো বা সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

পরিবহন খাতের সংকট নিরসনে প্রয়োজন ব্যাপক সংস্কার, আর এ জন্য পরিবহন খাতের সংস্কারে কমিশন গঠন করা জরুরি। গত ১১ বছরে ২০ হাজার ৫৪৯টি ট্রাক, পিকআপ ওলরি; ২০ হাজার ১২৪টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৩০১টি বাসসহ ৮৮ হাজার ১২৭টি যানবাহন সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। জাতীয় মহাসড়কে ৩১.৭৬%, আঞ্চলিক মহাসড়কে ৩৭.৫৯% এবং সংযোগ সড়কে ২২.৫৪% দুর্ঘটনা ঘটেছে।’

সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশের সময় তারা আওয়ামী লীগ সরকারের চাপের মুখে পড়েছেন বলে উল্লেখ করে মোজাম্মেল হক অভিযোগ করেন,বর্তমান সরকারের আমলে সড়ক দুর্ঘটনার ভয়াবহ বাস্তবতা তুলে ধরায় তাদের বিরুদ্ধে মামলা, হামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে।

চাঁদপুর টাইমস রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪
এজি