হাইমচর

‘সচেতনতা সৃষ্টিতে আমরা’ সংগঠনের সেমিনার

স্বেচ্চাসেবী সংগঠন ’’ সচেতনতা সৃষ্টিতে আমরা ’’সংগঠনের আয়োজনে হাইমচর প্রেসক্লাবে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কেন্দ্রীয় কমিটিরআহ্বায়ক সাংবাদিক গাজী মোঃ খলিলুর রহমান বলেন, ‘পিতা মাতা-ই সন্তানের বাল্য ও আদর্শ শিক্ষক। সন্তানকে নিয়মিত সময় দিয়ে এবং বন্ধু সুলব ব্যবহার করুন। আপনার সন্তানকে নিয়ে দেশিয় খাদ্য বক্ষনে এবং দেশীয় পণ্য ব্যবহারে অভ্যস্ত হোন। অবুজ সন্তানের সামনে সংসার নিয়ে জগড়া বিবাদ কলহ এবং কর্কশ ভাষা ও রুঢ় আচরণ থেকে বিরত থাকুন। আপনার সন্তানদের ভবিষ্যৎ কল্যাণের জন্য সন্তানকে দিয়ে ধুমপান ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন এবং সন্তানের সম্মুখে ধুমপান থেকে বিরত থাকুন।’

প্রেসক্লাব সভাপতি মোঃ মাহবুব আলম বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, হাইমচর প্রেসক্লাব সাবেক সভাপতি মাজহারুল ইসলাম শফিক, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম ফজলু, প্রচার সম্পাদক বিএম ইসমাইল, সাংবাদিক সাহেদ হোসেন দিপু, হাসান আল মামুন, পিএম খোকন, জাকির হোসেন, শরিফ হোসেন, শাহআলম মিজি ও হোসেন গাজি।

এ বিষয়ে সাংবাদিকদের স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।

এসময় হাইমচর সংবাদ কর্মীদের কাজে আরও গতিশীল করার জন্য ব্যাক্তিগত অর্থায়নে কম্পিউটার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ৩০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Share