সুবিদপুর পূর্বে সচেতনতামূলক কর্মসূচি

স্থানীয় সরকার বিভাগের জলবায়ু পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ, নারী অধিকার ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মসৃচি নিয়ে ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মাও. শারাফত উল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, ডিস্টিক ফ্যাসিলিটির নুরউদ্দিন মামুন।

এ সময় আরো বক্তব্যে রাখেন, বাসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব চন্দ্র সাহা, পরিষদের সচিব মোস্তাফা খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমির হোসেন, বীর মুক্তিযুদ্ধা অহিদুল ইসলাম, ইউপি সদস্য আ. মমিন দুলাল, জাকির হোসেন প্রমুখ।

পরে চাঁদপুরের স্বরলিপি নাট্যগোষ্ঠীর আয়োজনে চিকিৎসা, বাল্য বিবাহ, নারী নির্যাতন, দূর্নীতি বিষয়কের উপর মঞ্চ নাটক পদর্শন করা হয়।

এ সময় ইউনিয়নের সকল ওয়ার্ডের নারী পুরুষ ও স্থানী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়

Share