বজ্রপাতের ঝুঁকি কমাতে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে দেশে বজ্রপাতের প্রকোপ বেড়েছে। প্রতিবছর এ কারণে ৩০০-৪০০ মানুষের মৃত্যু ঘটছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের সব স্কুল-কলেজ ও ধর্মীয় উপাসনালয়ে বজ্রপাত সংক্রান্ত সতর্কতামূলক বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
বুধবার ১৩ আগস্ট কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো.হুমায়ুন কবিরের সই করা এক স্মারকে জানানো হয়েছে, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি ২০১৯ এর সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময় বজ্রবৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি ও করণীয় বিষয়ে বার্তা প্রচার করতে হবে।
এছাড়া প্রতি শুক্রবার জুমার নামাজের আগে মসজিদে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে একই ধরনের সতর্কবার্তা প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা,প্রাথমিক ও গণশিক্ষা,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে,যাতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উপাসনালয় পর্যন্ত সচেতনতা বিস্তৃত হয়।
২০১৬ সালে সরকার বজ্রপাতকে আনুষ্ঠানিকভাবে “দুর্যোগ” ঘোষণা করে। যদিও তখন থেকে জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে,মৃত্যুর হার তেমন কমেনি। তাই মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনকে নির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
১৩ আগস্ট ২০২৫
এ জি