Home / জাতীয় / ১৫ নভেম্বর থেকে অফিস সকাল ৯টা -৪টা
bd logu

১৫ নভেম্বর থেকে অফিস সকাল ৯টা -৪টা

১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে শুরু হবে। আজ ৩১ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামি ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান,২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০২৩ সালে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ২২ দিন।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত ২৪ আগস্ট থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত করা হয়। এর আগে দেশে সরকারি অফিস চালু ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

৩১ অক্টোবর ২০২২
এজি