Home / উপজেলা সংবাদ / কচুয়া / সকল গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : হাসান বিন শফিক সোহাগ
সকল

সকল গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : হাসান বিন শফিক সোহাগ

চাঁদপুরের কচুয়া উপজেলোয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাসান বিন শফিক সোহাগ বলেছেন, ‘আজকের এই কর্মী সম্মেলনের উদ্দেশ্য হলো উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটিকে গতিশীল করা। সংযোজন ও বিয়োজন করে বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে এই নতুন কমিটিতে নেতৃত্বে রাখা হবে। তাদের নেতৃত্বেই এই কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। এই কচুয়া বিএনপির শক্ত ঘাঁটি। আমরা সকল গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। নিজেরে মাঝে বিভাজন করা যাবে না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, নিজেদের মধ্যে কোনো গ্রুপিং করা যাবে না। কেন্দ্র যাকে ধানের শীষের মার্কা দেবে আপনারা তার পক্ষে কাজ করবেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো। আগামীদিনে নতুন নেতৃত্বে যারা আসবেন, আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি।’

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কচুয়া সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সিরাজী।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. শাহ ইমরান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাসান বিন শফিক সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম সোহেল, সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. মজিবুল্যাহ মজিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এমআর গনি মোস্তফা, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান (মাসুদ মাঝি), সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, যুগ্ম আহ্বায়ক মনজুর আহমেদ সেলিম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাও. আনোয়ার হোসেন সিরাজী, পৌর বিএনপির আহ্বায়ক হাবীব উল্যাহ হাবীব, যুগ্ম আহ্বায়ক আমান উল্যাহ আমান, বিএনপি নেতা মনির হোসেন প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক প্রধান ও সদস্য সচিব মাসুদ গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামান কাজল

সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের পৌরসভার ৯টি ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, উপজেলার ১২টি ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি/ ৮ আগস্ট ২০২৫