Home / কৃষি ও গবাদি / ‘সকল কার্যক্রম অনলাইন নির্ভর হলে দুর্নীতি কমে আসবে’
‘সকল কার্যক্রম অনলাইন নির্ভর হলে দুর্নীতি কমে আসবে’

‘সকল কার্যক্রম অনলাইন নির্ভর হলে দুর্নীতি কমে আসবে’

‘সরকারের সকল কার্যক্রম অনলাইন নির্ভর হলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। আমরা যারা সরকারি চাকরি করি তারা প্রজাতন্ত্রের কর্মচারি মাত্র। আমাদের দায়িত্ব হলো সার্বক্ষণিক জনগণকে সেবা দেয়া।’

বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জনসেবার মানোন্নয়ন বিষয়ক কাইজেন কনভেনশনে বিপিএটিসি পরিচালক ও যুগ্ম সচিব ড. শাহ আলম এসব কথা বলেন।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে তিনি আরো বলেন, এখন প্রযুক্তির যুগ। তাই আমাদের সকলকে প্রযুক্তির সুবিধা নিতে হবে।

সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্তকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ৯:২০ পিএম, ২৫ মে ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply