Home / আন্তর্জাতিক / সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করলো সৌদি
Soudi Arab Flag

সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করলো সৌদি

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সাময়িকভাবে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ২১ ডিসেম্বর সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন প্রজাতি সন্ধান মেলার প্রেক্ষিতে এবং করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামি এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। করোনা সংক্রমণের গতিবিধি পর্যালোচনা করে পরবর্তীতে সময়সীমা আরো বাড়ানো হতে পারে।

এসপিএ জানায়,ইউরোপের দেশগুলো থেকে থেকে সৌদিতে আসা সকল ব্যক্তিকে দু’ সপ্তাহের জন্য সেলফ আইসোলেশনে থাকতে হবে। এছাড়া গত তিন মাসের মধ্যে যারা ইউরোপ ভ্রমণ করেছেন তাদেরকে নতুন করে করোনার পরীক্ষা করাতে হবে।

জিএসিএ’র বরাতে সংবাদে বলা হয়, বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে।

তবে সকল ধরনের কার্গো বিমান এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এ নির্দেশনা শিথিল করা হতে পারে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২১ ডিসেম্বর, সোমবার সকাল ১০ টা পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত বেড়ে ৩ লাখ ৬১ হাজার ১০ জনে দাঁড়িয়েছে।

এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫১ হাজার ৮৭৮ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৩ হাজার ১০ জন করোনারোগী। বিপরীতে দেশটিতে ৬ হাজার ১২২ জনের প্রাণ কেড়েছে এ মহামারী।

আন্তর্জাতিক ডেক্স , ২১ ডিসেম্বর ২০২০