সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: হারুনুর রশিদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ—যা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আস্থার প্রতীক। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর উত্তর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালান এবং স্থানীয় এলাকাবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যতবারই রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই জনগণের স্বার্থে কাজ করেছে। দীর্ঘ ১৭ বছর পর আবারও একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন খলিলী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সুবিদপুর উত্তর ইউনিয়ন বিএনপির নেতা আশরাফ খান আশু, ছাত্রদল নেতা অনিক হাসান মাসুমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৪ জানুয়ারি ২০২৬