চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, সারা দেশের ন্যায় গত ৯ বছরে এ ইউনিয়নেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন সময় এসেছে শেখ হাসিনা সরকারের এ উন্নয়ন কথা গর্ব নিয়ে জনগনের কাছে ভোট চাইতে যাওয়া। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, মতের বিরোধ তাকতেই পারে, তবে দলের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, এটা নির্বাচনী বছর। আমাদের হাতে আর মাত্র কয়েক মাস রয়েছে। আমরা যদি সকলে রাগ, ক্ষোভ, হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে যাই। তাহলে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে নিশ্চিত নৌকার বিজয় হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী। বর্ধিত সভায় আরোও বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ।
এ সময় তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডঃ জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবলীগের আহŸায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহŸায়ক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক নাঈম খান, যুগ্ম আহŸায়ক জহির মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগের আহŸায়ক ওয়াসিম জমাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur