Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সকলের সহযোগিতায় ফরিদগঞ্জ পৌরসভাকে আরো এগিয়ে নিতে চাই
সকলের

সকলের সহযোগিতায় ফরিদগঞ্জ পৌরসভাকে আরো এগিয়ে নিতে চাই

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

সোমবার ৫ মে বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার কার্যালয়ে প্রশাসকের অফিস কক্ষে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে পৌর সহায়ক কমিটি। এসময় ১৯এ আগস্ট ২০২৪ থেকে এ প্রর্যন্ত প্রায় ৯ মাস পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা ভূমি সহকারী কমিশনার এ.আর.এম জাহিদ হাসান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করেন গত ৯-এ ফেব্রুয়ারি।

প্রজ্ঞাপনে বলা হয় (ক শ্রেনীর) পৌরসভার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর থেকে চলমান কার্যক্রম ও কাগজপত্র গুছিয়ে (৫ মে ) সোমবার বিকেলে দায়িত্ব হস্তান্তর করা হয়।

পৌর প্রশাসকের অফিস কক্ষে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা শাহ্ সুফিয়ান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবনিযুক্ত পৌর প্রশাসক সুলতানা রাজিয়া, সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও উপজেলা ভূমি কর্মকর্তা এ.আর.এম জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম,
উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার।

উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

এ সময় সদ্য দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, “আমি সকলের সহযোগিতা কামনা করছি। এ পৌরসভার মানোন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব।” তিনি আরো বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এ পৌরসভাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

প্রতিবেদক: শিমুল হাছান, ৫ মে ২০২৫