নির্বাচনি থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বুধবার দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
ভোট দিবেন কীসে ধানের শীষে, সবার আগে বাংলাদেশসহ বিএনপির একাধিক নির্বাচনি স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেয়া হয়েছে এ থিম সং-এ।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন,পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন,ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। তার প্রতীক হচ্ছে ধানের শীষ।
তিনি বলেন, এ প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি,আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এ প্রতীক মিশে আছে।
২২ জানুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur